কক্সবাজারের টেকনাফ থানাধীন নতুন পল্লানপাড়া এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইন মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামী গ্রেফতার করেছে র‌্যাব।


কক্সবাজার র‍্যাব-১৫ এর (অতিরিক্ত পুলিশ সুপার) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।


শনিবার (১৭ জুন) অনুমানিক বিকেল ৩:১৫ টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন নতুন পল্লান পাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে বিশেষ ক্ষমতা আইন মামলার তিন বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল কাশেম (৪২) টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকার মোঃ আব্দুস শফি এর ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়।


তিনি আরোও জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কাশেম গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ থানার মামলা নং- ১৮(০৩)২০০০, জিআর নং-৫১/২০০০, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫(খ) ধারায় মামলা রয়েছে।


গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার সাজা পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024