কবিতার নাম : একটি বৃক্ষের আর্তনাদ 



ওহে মানবকুল,

তন্ত্রে-রন্ধ্রে মানবপ্রেম এটাই কি আমার ভুল!

ফলের সুমিষ্টতা,ফুলের সুঘ্রাণ নাহি করি পান 

আসবাবপত্রে মূর্তিমান,নৌকায় পদ্মা-মেঘনায় ভাসমান।

রৌদ্র-তীপ্ত পথে-ঘাটে পথ পথিকের একমাত্র আশ্রয় 

কৃষকের ঘর্মাক্ত দেহ শুকায় আমার শীতল হাওয়ায়। 

পুতে রেখে দূর অন্ধকারে নির্জন পথে-ঘাটে 

অনাদর-অবহেলায় কত শত রাত কাটে।

যেই কিনা ফুলে ফুলে যৌবনের স্বাদ 

ছেঁড়াছিঁড়িতে গায়ে লাগল কালো দাগ।

ব্যানার, পোস্টারের পেরেকে গা আমার জর্জরিত 

যদি মুখ থাকত বলতে পারতাম আমি আসলে কতটা মর্মাহত।

ভাঙা শাখা-প্রশাখা নিয়ে ভাঙা হৃদয়ে এই বলে দিই সান্ত্বনা 

মানব ব্রত আমি, আমার থাকতে নেই বেদনা।

বৃক্ষের ফরিয়াদ, কে আছে শুনবে এই আর্তনাদ? 

আঁধার ঢেকে আসবে আলোর সুসংবাদ।




লেখক: মো বকুল আলী 

শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024