শ্যামনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে সোমবার (১৯ জুন) সকালে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ফসলের জন্য বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

খরিপ ২/ ২০২২-২৩ মৌসুমে ৯.৫ মেট্রিক টন ধান বীজ ও ৩৮ মেট্রিক টন রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ বীজ ও সার বিতরণ  কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে সরকারের উন্নয়ন সহ কৃষি ক্ষেত্রের সফলতা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

শ্যামনগরে কৃষকদের প্রধান ফসল আমন। উপজেলার ১২টি ইউনিয়নে এক হাজার নয়শত জন কৃষক বীজ ও সার বিনা মূল্যে পাবেন। প্রতিজন কৃষক ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাবেন।

ছবি- শ্যামনগরে আমন মৌসুমে একহাজার নয়শত জন কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024