মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সোমবার (১৯ জুন) উফশী আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৭৫০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন উদ্বোধন করা হয়েছে।


এ উপলক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃফখরুল আলম খসরু ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।  প্রতি কৃষক রুপা আমন বীজ, ডিএপি সার ১০ কেজি এমওপি সার ৫ কেজি করে পাবেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024