|
Date: 2022-09-09 02:12:29 |
◾ নিউজ ডেস্ক
অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মারা যান। আকবর আলি খানের ভাই কবির উদ্দিন খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আকবর আলি খান অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকবর আলি খানের জন্ম ১৯৪৪ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়েন। পরে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পড়েন অর্থনীতি বিষয়ে। তার পিএইচডি গবেষণাও অর্থনীতিতে।
সরকারি চাকরির পাশাপাশি করেছেন শিক্ষকতাও। অবসর নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তবে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার মুখে পড়ার কথা জানিয়ে পদত্যাগ করেন।
© Deshchitro 2024