|
Date: 2023-06-19 13:32:44 |
জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেছেন এমপি হোসনে আরা।
গত শনিবার (১৭ জুন) দুপুরে ইসলামপুর উপজেলার কুলকান্দী গ্রামে যমুনা পাইলিং বাঁধে 'গাছ লাগান দেশ বাচান' স্লোগান সামনে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। পরদিন ১৮ জুন সরকারি ইসলামপুর কলেজ, পৌর শহরস্থ আসরাফুল উলুম মাদ্রাসার একটি শাখা ক্যাম্পাসে এবং ইসলামপুর থানা চত্বরে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু করান এমপি হোসনে আরা।
সরকারি ইসলামপুর কলেজে বৃক্ষরোপণ শেষে কলেজের নবনিযুক্ত প্রিন্সিপাল ড. ছদরুদ্দীন আহমেদ এবং ভাইস প্রিন্সিপাল ও সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ফরিদ উদ্দীন আহমেদ ভাইয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন তিনি।
© Deshchitro 2024