|
Date: 2023-06-19 14:07:25 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে মুন্নি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে বারোটায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের কুদবারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্নি আক্তার ওই গ্রামের স্কুল শিক্ষক সাইফুল ইসলাম সোহেল'র স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে মুন্নি আক্তার তাদের গরু আনতে বাড়ির পাশের মাঠে যান। তখন হঠাৎ বজ্রপাত ঘটলে তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ওই নারী বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
© Deshchitro 2024