শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রীবরদী উপ কমিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

গত ১৭ ই জুন এ নতুন  আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন  শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন  ১৫৪৮  ভারপ্রাপ্ত সভাপতি মো বিল্লাল  হোসেন  লিটন ও সাধারণ সম্পাদক মো শওকত হোসেন। 

পূর্বের কার্যকরী কমিটি বিলুপ্ত করে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক 

মো সুন্দর আলীকে আহব্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক  মো ফজলুল করিম লাকি কে সদস্য সচিব করে  ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

নবগঠিত শ্রীবরদী  উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির অনুমোদন দেওয়ায় 

নেতৃবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন 

উপজেলা , উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা,উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসডি সোহেল রানা, 

শিহাব এক্সক্লুসিফ পরিবহনের স্বত্বাধিকারী ও শেরপুর জেলা  বাস মিনিবাস মালিক সমিতির  অন্যতম সদস্য  মো রইজ উদ্দিন,  শ্রীবরদী  লোকাল  বয়েজের  প্রতিষ্ঠাতা  পরিচালক এজেড রুমান,  সহ বিশিষ্টজনরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024