|
Date: 2023-06-19 16:09:54 |
শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্যই সব মেয়েরা চোখে গাঢ় করে কাজল পড়ে না, কেউ কেউ প্রকাশ করতে না পারা আকাশ সমান দুঃ'খ-ক'ষ্ট'কে চাপা দেওয়ার জন্যও চোখে গাঢ় করে কাজল পড়ে;
দিনের পর দিন ধরে বুকের ভেতর ক্ষ'ত-বি'ক্ষ'ত হতে হতে নিঃ'শে'ষ হয়ে, চোখের নিচে কালি জমিয়ে ফেলে বাহিরে বের হতে না পারা মেয়ে গুলো জানে, কাজল তাদের কত বড় বন্ধু! কিভাবে তাদের সঙ্গ দেয়, ভালোবেসে আগলে রাখে;
গাঢ় করে চোখে কাজল পড়াটা আসলে একটা আর্ট, চোখের নিচের কালো দাগ, চোখে - মুখে পড়া ডি'প্রে'শ'নে'র ছাপ, আড়াল করাটা সত্যিই একটা অসাধারণ আর্ট।
"গাঢ় করে চোখে কাজল পড়াটা একটা আর্ট"
লেখক : প্রণব মন্ডল, শিক্ষার্থী, খুলনা ইউনিভার্সিটি।
© Deshchitro 2024