|
Date: 2023-06-19 16:47:03 |
যারা ঠ'কায় তারা কখনো ঠ'কে না!
এটাই আমাদের ধারণা,
প্রকৃতি বলে আমি কিন্তু
প্রতিদান দিতে ভু'লি না।
যারা ঠিক যেভাবে
অন্য জনকে ঠ'কায়,
তারাও ঠিক একই ভাবে
অন্যের কাছে ঠ'কে যায়।
ঠ'কালে ঠকতেও হয়
এসব শুনলেই হাসি পায়?
নিয়তি সব হিসাব নিকাশ
ক'ড়ায় গ'ন্ডায় চু'কায়
পুরোটা না হলেও এক তৃতীয়াংশ হিসাব
এই দুনিয়াতেই মিটায়
বাকি হিসাব তোলা থাকে
ঐ দুনিয়ার খাতায়।
কাউকে ঠ'কানোর আগে তাই!
একবার অন্তত ভাবুন,
কতটা স'হ্য করতে পারবেন?
ফিরে আসলে দ্বিগুণ।
"প্রকৃতি কখনোই প্রতিদান দিতে ভুলে না "
লেখক : প্রণব মন্ডল, শিক্ষার্থী ;খুলনা বিশ্ববিদ্যালয়
© Deshchitro 2024