|
Date: 2022-09-09 07:14:56 |
◾ নিউজ ডেস্ক
অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গবেষক ড. আকবর আলি খানের মরদেহ রাজধানীর গুলশানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে তার প্রতি স্বজন ও বিশিষ্টজনেরা শ্রদ্ধা নিবেদন করছেন।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হাসপাতাল থেকে তার মরদেহ গুলশান-১ এর বাসায় নেওয়া হয়। তার আগে সকাল থেকেই অনেকে ভিড় করছিলেন মরদেহের অপেক্ষায়।
ইতিহাসবীদ আকবর আলি খানের জানাজা বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টাকে শ্রদ্ধা জানাতে তার বাসায় গিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী, কবি সোহরাব হোসেন,দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান,ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ এবং সরকারি সাবেক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও তার স্বজনরা।
কবি সোহরাব হোসেন বলেন, আকবর আলি খান তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। তিনি সব সময় যে সত্য লিখেছেন, সেই লেখনীর মাধ্যমে তিনি বেঁচে থাকবেন।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলাদেশের পানি সম্পদ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও তার নিজের আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড এই তিনটি বই লেখা ও প্রকাশের কথা ছিল। কিন্তু তার আগেই আকবর আলি খান চলে গেলেন। তার লেখনির মাধ্যমে জাতি তাকে স্মরণ রাখবে।
এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মৃত্যুবরণ করেন আকবর আলি খান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
আকবর আলি পেশাগত জীবনে বাংলাদেশ সরকারের অর্থসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন তিনি। এই শিক্ষক লেখক হিসেবেও স্পষ্টবাদী ও জনপ্রিয়।
© Deshchitro 2024