নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৪টি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৩১টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী প্রতারক মোঃ ইসমাইল গ্রেফতার।

সোমবার (১৯ জুন) বিকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

গ্রেফতারকৃত আসামী কাজী মোঃ ইসমাইল(৫৫) নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম রনি এর নির্দেশনা মোতাবেক  বেগমগঞ্জ থানার এস আই কৃষ্ণ কুমার দাস, এস আই ফিরোজ আহম্মেদ, এস আই তানভীর আহম্মদ, এ এস আই আবদুর রহিম সহ অভিযান পরিচালনা করিয়া মতিঝিল থানা এলাকা, ডিএমপি, ঢাকা রোববার রাতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম,পিপিএম (বার) এসব তথ্য নিশ্চিত করেন জানান, গ্রেফতারকৃত আসামী ২০১৮-১৯ সালে চৌমুহনী বাজারে রুবি প্লাজায় হাজি এয়ার মিডিয়া ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে হজ কার্যক্রমের নামে হজযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেন।

তার বিরুদ্ধে ৩১ টি মামলার পরোয়ানার মধ্যে ১৪ মামলায় ৮ বছর ৬ মাস ১৫ দিনের কারাদণ্ড দেয় আদালত। একইসঙ্গে  এক কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসপি আরো জানায়, সোমবার বিকেলে আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024