|
Date: 2023-06-19 23:09:33 |
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) এর দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) অনুপ্রেরণায় অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতিয়া থানার তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১৯ জুন ) ভোলা জেলার তজুমদ্দিন থানার মামলা নং-৮/৫৫ তারিখ-১৯/৬/২৩ ধারা-৩৮০ পেনাল কোড সংক্রান্তে মামলার তদন্তকারী অফিসার এর নিকট হস্তান্তর করা হয়। ৪টি চোরাইকৃত গরু গত ১৫ জুন হাতিয়াধীন চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ১নং হরণী ইউনিয়নের অলি মেম্বার, সোহাগ চোর, মিলনের বাড়ি হইতে উদ্ধার করে রুবেল চৌকিদারের হেফাজতে রাখা হয়।
© Deshchitro 2024