বগুড়ার আদমদীঘি উপজেলার কড়ই উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগে নারীসহ ৭জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা হয়েছে।


গত শনিবার আদমদীঘি থানায় উপজেলার চাঁপাপুর ইউপির বেজার গ্রামের ওই ছাত্রীর বাবা বাদি হয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আউশ্যাগাড়ী গ্রামের আবু সাইদ শাহার ছেলে শাকিল শাহা (২১), মনির শাহার ছেলে আব্দুল মজিদ শাহা (২৫) ও নুরজাহান বেগম (৪৫)সহ ৭জনকে আসামী করে এই মামলা দায়ের করেন। এদিকে পুলিশ ভিকটিম উদ্ধার কিংবা অপহরণকারিদের গ্রেফতার করতে পারেনি।


মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির বেজার গ্রামের ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ে আসা যাওয়ার সময় ১নং আসামী শাকিল শাহা উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ছাত্রীর বাবা ওই ছেলের পরিবারকে জানালে তারা ক্ষিপ্ত হয়। এর এক পর্যায়ে গত ২৪ মে বিদ্যালয়ে যাবার পথে আদমদীঘির গাড়োহালী বুড়ার পুকুর নামক স্থানে পৌঁছিলে আসামীরা পরস্পর যোগসাজশে ছাত্রীর পথরোধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত শনিবার (১৭ জুন) আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024