গাজীপুরের শ্রীপুর পৌরসভার  ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত ও প্রস্তাবিত ১১৭ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪০৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ জুন)বেলা ১ টায়  শ্রীপুর পৌরসভার হলরুমে বাজেট ঘোষণায় শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

এ সময় শিক্ষা, স্বাস্থ্য ও ভৌত অবকাঠামোকে গুরুত্ব দিয়ে ২০২৩-২৪ অর্থবছরে প্রাস্তবিত বাজেট  রাজস্ব খাতে ২৮ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ১শত ৯৬ টাকা,উন্নয়ন খাতে ২০ কোটি ৩০ লাখ,প্রকল্প খাতে ৬৫ কোটি এবং প্রারম্ভিক স্থিতি ৪ কোটি ৮ লাখ ৩০ হাজার  ২ শত ১০ টাকাসহ সম্ভাব্য সর্বমোট আয় ১১৭ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪ শত ৬ টাকা এবং অর্থবছরে প্রাস্তবিত বাজেট  রাজস্ব খাতে ২৬কোটি ৩৫ লাখ ৪৫হাজার টাকা,উন্নয়ন খাতে ২০ কোটি ৮ লাখ,প্রকল্প খাতে ৬৫ কোটি,প্রারম্ভিক জের ৬ কোটি ৪২ লাখ ৪৪ হাজার ৪ শত ৬ টাকা সর্বমোট সাম্ভাব্য  ব্যয় ও কোনো উদ্ধৃত্ত  না ধরে বাজেট ঘোষণা করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন  শ্রীপুর পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,মুক্তিযুদ্ধা, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ।

শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ১১৭ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪০৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024