কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌসুমে রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণের উদ্বোধন করা হয়।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান।


আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেন, ইকবাল মাহমুদ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024