|
Date: 2023-06-20 08:46:29 |
বগুড়া শাজাহানপুরে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় খামারিদের মাঝে উন্নত জাতের ঘাস চাষ প্রদর্শনী প্লট স্থাপনের জন্য নগদ অর্থ অনুদান ও উপকরণ হিসেবে সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) আনুমানিক দুপুর ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচিত ১০ জন খামারির মাঝে এই নগদ অর্থ ও উপকরণ প্রদান করা হয়।
বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শাজাহানপুর, বগুড়া এবং সভাপতিত্ব করেন জনাব সাইদা খানম, উপজেলা নির্বাহী অফিসার, শাজাহানপুর, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, জনাব ভিপিএম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব মোছাঃ হেফাজত আরা মিরা, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. হোসাইন মোঃ রাকিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ আরো উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ ( ওসি), মোঃ শহিদুল ইসলাম, ভেটেনারি সার্জন ডাঃ মোঃ তারেক হাসানসহ খামারিবৃন্দ।
খামারীদের উদ্দেশ্যে প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, উপজেলার প্রায় সব খামারেই দুধ বিক্রির জন্য এবং মোটাতাজা করার লক্ষে গরু পালন করে। বর্তমানে যেভাবে গোখাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে খামারিদের লোকসান হওয়ার আশঙ্কা থেকেযায় আর তাই বিকল্প হিসেবে খামারিদের অনাবাদি জমি, বাড়ির আঙিনা, সড়কের পাশে, পুকুর পাড়সহ বিভিন্ন স্থানে উন্নত জাতের ঘাস চাষের পরামর্শ দেন এবং খামারিদের সকল ধরনের সমস্যার পরামর্শ ও সহযোগিতা জন্য প্রাণিসম্পদ দপ্তরের সাথে যোগাযোগ রাখতে বলেন।
© Deshchitro 2024