সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার(২০ জুন) সকাল ১১টায় বিভিন্ন পেশাজীবিদের অংশ গ্রহণে উপকূলীয় এলাকায় ইকো -সিস্টেম ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ সকল বক্তাদের মতামতের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মোঃ হুসাইন শওকত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

অংশ গ্রহণকারীদের মধ্যে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি বিষয়ে পরামর্শ ও মতামত পেশ করেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, শিক্ষক ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ বর্মন , সাংবাদিক আনিস সুমন, মারুফ হোসেন মিলন, ব্যাবসায়ী নরেশ মিস্ত্রী প্রমুখ।

বক্তারা বেড়ী বাঁধের ক্ষয়ক্ষতি ও সংস্কার, সুপেয় পানির অভাব, চর বনায়ন, খাল গুলি পুনঃখনন, প্লাস্টিক দূষণ, জ¦ালানী সংকট, পুকুর পুনঃখনন ও খনন সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

গণশুনানীতে উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলার অফিসারবৃন্দ, বিভিন্ন এলাকার নারী পুরুষ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ প্রমুখ পেশাজীবিবৃন্দ অংশ গ্রহণ করেন।



   

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024