|
Date: 2023-06-20 11:24:50 |
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. একেএম সাইফুল মজিদ এর দিক নির্দেশনায় নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শেরপুর জোনের নালিতাবাড়ী এরিয়ার গ্রামীণ ব্যাংক ঝিনাইগাতী শাখার সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে ২০ জুন ২০২৩ মঙ্গলবার দুপুরে গ্রামীণ ব্যাংক ঝিনাইগাতী শাখার সদস্যের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গ্রামীণ ব্যাংক ঝিনাইগাতী শাখা ব্যবস্থাপক নরেশ চন্দ্র সরকারের তত্ত্বাবধায়নে চারা বিতরণ অনুষ্ঠানে শাখার সকল সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024