|
Date: 2023-06-20 12:13:14 |
“দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” এ বিষয়ের উপর দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত দুর্নীতি প্রতিরোধ কর্মসূচির আওতায় ঝিনাইগাতীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী। এতে বিচারক মন্ডলী হিসেবে ছিলেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আলীম আল রেজা নিক্সন ও দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩ জন এবং মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সায়মা ইসলাম প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।
© Deshchitro 2024