|
Date: 2023-06-20 13:13:44 |
বগুড়ায় বাস চাপায় বাদশা মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন লাগিয়ে দেয়৷
নিহত বাদশা মিয়া সদরের গোকুল উত্তর পাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার গোকুল বন্দর এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে৷ পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মো: শাহীনুজ্জামান বলেন, সকাল সাড়ে সাতটায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের বাস চাপায় বাদশা মিয়ার মৃত্যু হয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই বাসে আগুন লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024