গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ,  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক প্রধান কার্যালয়ের চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালকের ঘোষনা অনুযায়ী সারা বাংলাদেশ ব্যাপী ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বরিশাল জোনের উদ্যোগে গ্রামীন ব্যাংকের গ্রাহকদের নিকট ফলজ ও বনজ বৃক্ষ বিতরন করা হয়।গ্রামীন ব্যাংক বরিশাল জোনের জোনাল ম্যানেজার এ,কে,এম ছাইদুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় গত ২০ জুন মঙ্গলবার দুপুরে বরিশাল জোনের লাকুটিয়া বাজার সংলগ্ন কাশিপুর শাখার গ্রাহকদের নিকট আনুষ্ঠানিক ভাবে ফলজ ও বনজ বৃক্ষ বিতরন করা হয়। বৃক্ষ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, গ্রামীন ব্যাংক বরিশাল জোনের এরিয়া ম্যানেজার মোঃ জাহাঙ্গীর কবির, আরও উপস্থিত ছিলেন কাশিপুর শাখা ব্যাবস্থাপক সামিয়া পারভিন পলি,  সেকেন্ড ম্যানেজার মোঃ আবুল কালাম, অফিসার মাহামুদ আলম, রেখা মন্ডল,  মোঃ শরিফুল, মোঃ সামসুর রহমান, সবুজ চন্দ পালসহ গ্রামীন ব্যাংক কাশিপুর শাখার গ্রাহকগন উপস্থিত ছিলেন।

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024