মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙ্গুনিয়ায় বিভিন্ন জায়গায় জমে উঠতে শুরু করেছে গরু, ছাগল ও মহিষের বাজার। উত্তর চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ ও উপজেলার অন্যতম কোরবানির পশুর হাট হিসেবে অনেক বছর ধরে পরিচিতি লাভ করেছে রানীরহাট গরুর বাজার।  


বাজারটি উপজেলার ১নং রাজানগর রানীরহাট ইছামতী ন্দীরতীরে বিগত ১০বছর ধরে বসে আসছে। এর আগে রানীরহাট আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বসত। তবে মাঠে বাজারের তুলনাই জায়গা সংকীর্ণ হওয়ায় স্থান পরিবর্তন করে ইছামতি নদীর তীরে নেওয়া হয়েছে। বৃহতাকারে প্রতি শনিবার ও মঙ্গলবার পশুর হাট মিললেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে প্রতিদিন পাওয়া যাবে বিভিন্ন জাতের গরু ও মহিষ। 


এবাজারে রাঙ্গামাটি, ঘাগড়া, কাউখালীসহ আশাপাশের অঞ্চলের বড়, ছোট, মাঝারি সাইজের বিভিন্ন এগ্রো ফার্মের গরু, পাহাড়ে লালানপালন করা ও দেশি গরু থাকলেও বাজারে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। 


কোরবানির পশু কিনতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে ক্রেতারা আসেন। হাটহাজারী নাজিরহাট থেকে আসা মো.জামাল বলেন, এই বাজার থেকে আমি প্রতিবছর পবিত্র কোরবানীর জন্য পশু কিনে থাকি তবে গত বছরের তুলনায় এবছর গরুর খামারীরা বেশি দাম হাঁকাচ্ছেন। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বিভিন্ন সময় গরুর খাদ্যের দাম বাড়তি হওয়ায় গত বছরের তুলনায় কিছুটা দাম এ বছর বেড়েছে। কুরবানী দাদাগণ তাদের সাধ্য অনুযায়ী পশু কিনে নিতে পারবে এবাজার থেকে। 


বাজার কর্তৃপক্ষ বলেন, প্রতিবছর আমরা বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু কিনতে আসা ত্রেতাদের নিরাপত্তায় আমাদের বাজারকে উপজেলা প্রশাসন ও পুলিশ সহযোগিতা করে থাকে। লেনদেনের ক্ষেত্রে জাল নোট চিহ্নিতকরণে মেশিন বসানো হয়েছে। চাহিদা অনুযায়ী নির্দ্বিধায় এ বাজার থেকে তাদের কোরবানির পশু কিনতে পারবেন ক্রেতা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024