পৃথিবীর কারো ভালোবাসা না পেলেও মানুষের কোনো দুঃখ কিংবা আক্ষেপ নেই।মানুষের আক্ষেপটা ঠিক কোন জায়গায়,জানেন?

যখন সে কারো মিথ্যা ভালোবাসার শিকার হয়,ভালোবাসার নামে প্র তা রি ত হয়,দিনের পর দিন যখন কারো ভালোবাসার অভিনয়ে মানসিক ভাবে তীলে তীলে শেষ হয়ে যায়!

একমাত্র ভালোবাসাতেই মানুষ অবলীলায় নিখুঁত এবং মিথ্যা অভিনয় করে যেতে পারে দিনের পর দিন,বছরের পর বছর।

পৃথিবীর কোনো মানুষই চায় না,কেউ তার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করুক।এমনকি যে মানুষগুলো কখনো কারো ভালোবাসা পায়নি,তারাও চায় না।ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা আছে,তবে ভালো না বেসেও কারো মিথ্যা ভালোবাসায় প্র তা রি ত হওয়ার যন্ত্রণা তার থেকেও ভয়াবহ!

আর এ জন্যই বোধহয় শরৎচন্দ্র বলেছিলেন," যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে,এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয়!কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি বলিয়া এতদিন বিশ্বাস করেছি,সেইখানে ভুল ভাঙ্গিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুন।পূর্বের টা ব্যাথা দেয়,কিন্তু শেষের টা ব্যাথাও দেয়, অপমান ও করে!"

সত্যিই তো, মানুষ ভালোবাসা চায়।তবে কারো মিথ্যা ভালোবাসা নয়।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী ;খুলনা ইউনিভার্সিটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024