|
Date: 2023-06-20 15:58:40 |
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ তিন জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৯জুন) রাতে সান্তাহার সাহেবপাড়া এলাকায় পরিত্যক্ত রেলওয়ে রেস্ট হাউজের সামনে রাস্তার উপর থেকে তাদের করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদরের জাগেশ্বর হঠাৎ পাড়ার জব্বার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫), কিত্তীপুর গ্রামের বদির উদ্দিন ফকিরের ছেলে আজাদুল ইসলাম (৪৪) ও হাট নওগাঁর রিয়াজ উদ্দিন শেখের ছেলে আজিজুল হক খোকন (৪২)।
পুলিশ জানায়, সোমবার রাত ১১ টার দিকে আদমদীঘি উপজেলা সান্তাহার পৌর এলাকায় সাহেবপাড়াস্থ এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত রেস্ট হাউজের সামনে পাকা রাস্তার উপর উল্লেখিত তিন ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান ফোর্স-সহ ঐ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ধারালো বার্মিজ ফিল্ডিং চাকু, হাঁসুয়া, লোয়ার রড, হাতুড়ি, রশি উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024