|
Date: 2023-06-20 17:39:41 |
সমাজের কিছু লোক কান কথা বলবে
ভালো দেখে কেউ কেউ হিংসায়ও জ্বলবে
সব কিছু ধরে নিলে বলো কি চলবে?
চোরাকাটা নীরবেই দুই পায়ে দলবে।
সমাজের কিছু লোক পিছ থেকে টানবে
মনোবল ভেঙে দিতে আঘাতও হানবে
মাঝে মাঝে নোংরাও ঘেঁটে টেনে আনবে
এগুলোই স্বাভাবিক ভেবে সব মানবে।
শ্যামল বণিক অঞ্জন
কবি
নকলা, শেরপুর, বাংলাদেশ।
© Deshchitro 2024