|
Date: 2023-06-20 18:01:12 |
গাঁয়ের মেয়ে বলে
লুৎফুর রহমান চৌধুরী (নিউক্যাসল, যুক্তরাজ্য প্রবাসী)
আমার গাঁয়ের ছোট্ট মেয়ে
গাইছে ঈদের গান,
সেই গানটি আজ শুনে আমার
মন করে আনচান।
হাসি মুখে বুকে টেনে
করি তারে আদর,
বিছিয়ে দেই মমতা ভরা
স্নেহের সেই যে চাদর।
মেয়েটিকে দেখে আমার
ভীষণ মায়া লাগে,
এমন সেই প্রতিভা মেয়ের
দেখিনি তা আগে।
মেয়ে বলে দাওনা আমায়
নতুন জামা কিনে,
আমার মেয়ে থাকলে বড়-
হতো এত দিনে।
নতুন জামা পেয়ে মেয়ে
রইলো হাসি মুখে,
ইশারাতে বলে আমায়
আছে অনেক সুখে।
© Deshchitro 2024