ভালোবাসো আমায়?

যেখানে বলে বুঝাতে হয়!

সেখানে আর যাই থাকুক 

ভালোবাসা কখনোই না রয়,

ভালোবাসা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়

বাহির থেকে বুঝা এটা কারো সাধ্যি নয়।

কতটা ভালোবাসো আমায়?

পরিমাপ করার যন্ত্র আছে কী?

নেই বলছ?

আছে হয়তো

এমন কেনো বললে? 

আছে বলে,

এই যে জানতে চাইলে ভালোবাসা মাপার যন্ত্র আছে কী না! 

তবে সেটা কেনো জানতে চাইলে?

আপনি জানেন কী না, সেটা জানার জন্য, 

কী জানলে তবে?

দেখলাম আপনার হৃদয়ের সর্বত্রটাই যে 

ফাঁকা পড়ে আছে।

ফাঁকা কেনো হবে?

হৃদয় দিয়ে মাপতে পারেননি বলে।

তার মানে ভালোবাসো আমায়?

ইতিমধ্যে এর উত্তর কী

দেইনি আপনায়?

পরিমাপটা এখনো যে -

পারলাম না করে উঠতে

তাইতো আকাশের অসীমতা

 আর সাগড়ের গভীরতা

এখনো সবার রয়েছে অজানাতে।

"ভালোবাসা মাপার যন্ত্র শুধুই হৃদয়"

কলমে : প্রণব মন্ডল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024