|
Date: 2023-06-21 04:43:32 |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট) এর ২০২২ - ২৩ শিক্ষা বর্ষের ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে দেশসেরা হয়েছেন কুড়িগ্রামের চিলমারীর সন্তান সাফিন আহমেদ। সোমবার (১৯ জুন) সন্ধ্যায় এই ফলাফল প্রকাশিত হয়েছে।
সাফিন আহমেদের পিতা সেকেন্দার আলী বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। মা পলি খাতুন গৃহিণী। দুই ভাই ও এক বোনের মধ্যে সাফিন দ্বিতীয়। তারা সপরিবারে ঢাকার উত্তরায় বসবাস করেন।
সাফিন ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ২০২০ সালে মাধ্যমিক এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশ নিয়ে জিপিএ - ৫( গোল্ডেন) প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হন। তিনি এবছর মেডিকেল ভর্তি পরিক্ষায় জাতীয় মেধাক্রম ২৪৬ তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ভর্তি পরিক্ষায় ১০৩ তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) তে ১৪ তম স্থান অধিকার করেছেন।
সাফিন আহমেদ বলেন, বুয়েট ভর্তি পরিক্ষায় দেশসেরা হব ভাবিনি। প্রথম স্থান অধিকার করে আমি অত্যন্ত খুশি। ইচ্ছে ছিল সিএসই পড়বো।এখন সে ইচ্ছে পুরণ হতে চলেছে। সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া। বুয়েটে ভর্তি হবার কথা জানিয়ে তিনি আরও বলেন, মেডিকেল কলেজের ভর্তি বাতিল করবো।
সাফিনের বাবা সেকেন্দার আলী বলেন, ঢাকায় বসবাস করলেও আমরা কুড়িগ্রামের মানুষ।চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ঠগেরহাট গ্রামে সাফিনের দাদার বাড়ি। সন্তানদের সাফল্যে সব বাবা-মা-ই খুশি ও গর্বিত হয় জানিয়ে তিনি বলেন, সাফিন সিএসই নিয়ে পড়তে চায়। সকলে ওর জন্য দোয়া করবেন।
© Deshchitro 2024