রংপুরের মিঠাপুকুর উপজেলায় কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মিঠাপুকুর উপজেলা পরিষদ অডিটেরিয়ামে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সেমিনারের আয়োজন করেন। 


মিঠাপুুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সর্বপ্রথম একমাত্র নারী জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীন। সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রংপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক জিলুফা সুলতানা,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন ও মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান সহ প্রমূখ।


নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান,সচিব ও ডিজিটাল উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024