|
Date: 2023-06-21 11:37:40 |
কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়া উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোছাইন সজীব, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবী, উপজেলা কৃষি অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।
উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইরফান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আকতার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শাওন, সমাজ সেবা কর্মকর্তা, আল মাহমুদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আইযুব আলী প্রমুখ।
© Deshchitro 2024