কুড়িগ্রামের নাগেশ্বরীতে অগ্রণী ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।  উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজারের মেসার্স হাজী ট্রেডার্স, এজেন্ট, অগ্রণী দুয়ার ব্যাংকিং-এর আয়োজনে বুধবার বেলা ১২টায় ফিতা কেটে নাখারগঞ্জ বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অগ্রণী ব্যাংক, কুড়িগ্রাম অঞ্চলের সহকারী মহা ব্যবস্হাপক  অঞ্চল প্রধান মো. আখতার হাসান। 

অগ্রণী ব্যাংক লিমিটেডের-নাগেশ্বরী শাখার ব্যবস্পহাপক  মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অফিসার আশরাফুজ্জামানের সঞ্চালণায় এ সময় আলোচনাসভায় প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন অগ্রণী দুয়ার ব্যাংকিং, দিনাজপুর ক্লাস্টারের সিনিয়র বিডিএক্স পলাশ কুমার সিংহ, কুড়িগ্রাম ক্লাস্টারের বিডিএক্স উজ্জ্বল রায়, বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দিন, চর বারুইটারী আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মাওলানা মোশারফ হোসেন, রামখানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নাখারগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রমুখ। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024