মৌলভীবাজারেে শ্রীমঙ্গলে অবস্থিত এম এস বি ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং এম এস বি ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামছুর রহমান শাহনুর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ এলাকার এম এস বি ইসলামিক সেন্টার প্রাঙ্গনে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টায় দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।


প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান, দৈনিক দেশ বাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, লেখক ও সাংবাদিক মুফতি এহসান বিন মুজাহির, ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, কাকিয়া ছড়া চা বাগান মসজিদের  ইমাম মাওলানা নোমান আহমদ, হাফেজ মাওলানা রবিউল ইসলাম।



দোয়া মাহফিলে এম এস বি ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং এম এস বি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামছুর রহমান শাহনুর চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ-বিদেশে তাঁর আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর জন্য দোয়া করা হয়।


স্মরণসভা ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এমএসবি ইসলামিক সেন্টারের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


মাহফিলে শেষে কয়েকশ মানুষকে দুপুরের খাবারের মাধ্যমে আপ্যায়ন করানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024