|
Date: 2023-06-21 14:30:22 |
অদ্য ২১ জুন ২০২৩ খ্রিঃ র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের টেকপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে একই তারিখ অনুমান ০৪.১০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। একপর্যায়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট মোঃ রুবেল নামে একজন মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে *সর্বমোট ১০,০০০ (দশ হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধার* করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় *মোঃ রুবেল @ সোহেল (৩১)*, পিতা-মোঃ সুলতান, সাং-ঝিম্মনখালী, মিনাবাজার, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
© Deshchitro 2024