|
Date: 2023-06-21 14:47:49 |
'মেইক দ্যা প্লানেট গ্রীন' স্লোগানকে সামনে রেখে গ্রামীন ব্যাংকের বিভিন্ন শাখায় হয়ে গেলো বৃক্ষরোপণ কর্মসুচী। এই কর্মসূচির আওতায় গ্রামীন ব্যাংক মাদারীপুর যোনের শিবচর এরিয়ায় ৯ টি শাখায় একযোগে প্রায় ১০৮০০০ টি বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপন করা হয় এবং পরিবেশে গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
গত ২০/০৬/২০২৩ ইং তারিখে ব্যাংকের বিভিন্ন সদস্যদের বাড়িতে এই বৃক্ষ রোপন করা হয়। এই বৃক্ষ রোপন সম্পর্কে গ্রামীন ব্যাংক শিবচর এর এরিয়া ম্যানেজার মুক্তা রানী বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি তা এই বৃক্ষ থেকেই পাই। আমাদের বেশ কয়েকটি মৌলিক চাহিদা পুরন হয় বৃক্ষ থেকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ এক প্রধান উপাদান। অথচ প্রতিদিন ই কমছে বৃক্ষের সংখ্যা। আগামীর পরিবেশ ও প্রজন্ম রক্ষায় এখনি বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। প্রতি বছর ই আমরা বৃক্ষরোপন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আমরা নিজেরা বৃক্ষ রোপনের পাশাপাশি আমাদের সদস্যদের ও বৃক্ষ রোপনে উৎসাহ দিয়ে থাকি। পরিবেশ আমাদের, এই পরিবেশ বাঁচাতে পৃথিবীকে সবুজ করার দায়িত্ব আমাদের সবার।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবদুল আজিজ (প্রোগ্রাম অফিসার), মোছা: সালমা ছুরাতে আমেনা (শাখা ব্যবস্থাপক), তাহিরুল ইসলাম ( প্রশাসনিক কর্মকর্তা) সহ অন্যান্য ব্যাক্তবর্গ।
© Deshchitro 2024