যশোরে নিমার্ণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের দ্বিতীয়তলা  ছাদ ধসে পড়েছে। বৃহস্পতিবার ( ২২) জুন দুপুর পৌনে ১২ টার দিকে শহরতলী ধর্মতলা কারবালা এলাকায় এ ঘটনা ঘটে। ভবণ ধসে পড়ে ৯জনকে গুরুত্বর আহত অবস্থায় যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শ্রমিকরা জানায়, তারা কারবালা বিদ্যুৎ উপকেন্দ্রে নিমাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালায়ের কাজ করছিলেন। এ সময় ছাদ ভেঙে পড়ে তারা গরুতর আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

যশোর অতিরিক্ত পুলিশ সুপার “ক’’ সার্কেল জুয়েল ইমরান সাংবাদিকদের বলেন, ৯জনকে হাসপাতালে ভতি করা হয়েছে। ফায়ার সাভিসের ২টি ইউটিন কাজ করছে।  তদন্ত চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024