|
Date: 2023-06-22 06:36:25 |
গ্রামীন ব্যাংক মুন্সিরহাট পরশুরাম শাখার উদ্দ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত।
"রোপন করবো কয়েক কোটি দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি। গাছ লাগান পরিবেশ বাঁচান।"
এ প্রতিপাদ্য কে সামনে রেখে দেশের শীর্ষ স্থানীয় গ্রামীন ব্যাংক ফেনী যোনের ছাগলনাইয়া এরিয়ার মুন্সিরহাট পরশুরাম শাখার উদ্দ্যেগে সদস্যদের মাঝে বৃক্ষ বিতরন করা হয়২২শে জুন বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার।
এসময় অত্র শাখার সদস্যদের মাঝে বনজ,ফলজ, ঔষুধি গাছ বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ফেনী যোনের যোনাল ম্যানেজার মোঃআলতাফ হোসেন,ফেনী যোনের নিরক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মুনাফ, এরিয়া ম্যানেজার মোঃআতিকুর রহমান,
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন গ্রামীণ ব্যাংক মুন্সিরহাট পরশুরাম শাখার শাখা ব্যবস্থাপক পি,ও মিতা বড়ুয়া, উপস্থিত ছিলেন, সহকারী শাখা ব্যবস্হাপক সিনিয়র অফিসার মোঃসামছু উদ্দিন, অফিসার মোঃগোলাম সারোয়ার, মোঃআমজাদ হোসেন,নাছরিন সুলতানা, সিনিয়র কেন্দ্র ব্যবস্হাপক আছমা আক্তার।
অনুষ্ঠানের শেষে সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয় এবং ৪১ ম কেন্দ্রে চারা রোপণ করা হয়।
২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১.০২.০৫০ এক লক্ষ দুই হাজার পঞ্চাশ টি চারা শাখার সদস্যদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে।
© Deshchitro 2024