যশোরে পিকআপ, ট্যাংক লরি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ড্রাইভার রাজীব তালুকদার (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে যশোরের রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়কের বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যশোর সদরের নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সূত্রে জানাগেছে, যশোর থেকে খুলনাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন ১৫-২২৪৩), ট্যাংক লরি (যশোর ড ১১- ০৬৩৬) এবং খুলনা থেকে যশোরগামী কার্গো ট্রাক (চট্টো মেট্রো ট ১১-৯৫৫৮) এর ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ড্রাইভার বরিশালের বাবুগঞ্জের আব্দুল হাকিম তালুকদারের ছেলে রাজীব তালুকদার ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া অন্যান্য গাড়ির দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করেন এবং সড়কের উপর দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হওয়া গাড়িগুলো সরিয়ে ফেলেন। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024