|
Date: 2023-06-22 10:12:42 |
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরের এক রেস্টুরেন্টে
বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
আঞ্চলিক কমিউনিস্ট পার্টি কমিটির উদ্ধৃতি দিয়ে সিনহুয়া আরো বলেছে, বুধবার সন্ধ্যায় বারবিকিউ রেস্টুরেন্টটিতে তরল পেট্রোলিয়াম গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণ ঘটে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত সাতজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনের অবস্থা গুরুতর বলে সংস্থাটি জানিয়েছে।
নিংজিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইনচুয়ানের কেন্দ্রস্থলে ফুওয়াং বারবিকিউ রেস্টুরেন্টে বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণ ঘটে।
তিন দিনের ড্রাগন বোট ফেস্টিভাল হলিডে’র প্রাক্কালে বিস্ফোরণটি ঘটল।
© Deshchitro 2024