|
Date: 2023-06-22 10:51:45 |
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ভান্ডারের মালিক মোঃ শাহজাহান শেখ জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে বাজারে ছুটে যান। এ সময় রওশন মোল্লার আড়ত ঘরে বড় একটি বাগাইড় মাছ দেখতে পান। বাগাইড়টি ওজন প্রায় ২৯ কেজি। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় কিনে নেন। শাহজাহান শেখ আরো বলেন, বাগাইড় মাছটি কিনে তিনি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রেখেছেন। বিক্রির জন্য তিনি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছেন। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ হলেই তিনি বিক্রি করে দিবেন। এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজিব বলেন, বাগাইড় মাছ সংরক্ষিত বন্যপ্রাণী আইনে চলে গেছে। মৎস্য সংরক্ষণ আইনে না থাকায় আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না। তবে জানা মতে বাগাইড় শিকার, ক্রয়-বিক্রয় বা খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।
© Deshchitro 2024