বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পুষ্টির চাহিদা পূরণের  লক্ষে ৩৩০ পরিবারের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে।  গতকাল বুধবার বেলা ১১ টায় মোরেলগঞ্জ বেসরকারী সংস্থা  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌরসভা সহ উপজেলার ৬টি ইউনিয়নে অপুষ্টি শিশুর পরিবারে আর্থিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ৩৩০ টি শিশু পরিবারের মাঝে ৩ হাজার ৬ শ' ৩০ টি ‘খাকি ক্যাম্বেল’ জাতের হাঁস বিনামূল্যে বিতরণ করা  হয়। ওয়ার্ল্ড ভিশন এরিয়া ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস বলেন, পুষ্টি সংকটে ভুগছে এমন শিশুদের পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক সংকট কাটাতে এ হাঁস বিতরণ সহায়ক হবে বলে আশা করি। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024