|
Date: 2023-06-22 12:17:57 |
কক্সবাজারের পেকুয়ায় ১ হাজার ২ শত ২৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ৭ টায় পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দারের নির্দেশনায় এসআই (নি.) হেশাম উদ্দিন মো. জোনাইদ এর নেতৃত্বে এসআই ইব্রাহিম এবং সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় টৈটং ইউপি ধনিয়াকাটা বাজারের উত্তর পাশে সততা নার্সারীর পাশে স্কুল রাস্তার মুখ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ১ হাজার ২শত ২৫ পিস ইয়াবাসহ ২ জন আটক হয়।
আটককৃতরা টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কে কে পাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মোশারফ হোসেন(৩৮) এবং রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউপির ৩ নং ওয়ার্ডের নন্দাখালীর মৃত কালা মিয়ার ছেলে মোস্তফা কামাল(৩৯) ।
পরবর্তীতে এসআই(নিরস্ত্র) হেশাম উদ্দিন মো. জোনাইদ বাদী হয়ে পেকুয়া থানার মামলা রুজু করে।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন আটককৃতদেরকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024