|
Date: 2023-06-22 12:52:17 |
বগুড়ার আদমদীঘিতে বেডোর উদ্যোগে প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার প্রদান, শ্রেষ্ট প্রবীন ও সন্তান সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে আদমদীঘি উপজেলার কালাইকুরি সম্মৃদ্ধি ইউনিট অফিসে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেডোর পরিচালক আতোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের-সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু। আরো বক্তব্য রাখেন, সম্মৃদ্ধি সমন্বয়কারি এএইচএম সাইফুল ইসলাম, প্রবীন কমিটির সভাপতি জালাল উদ্দিন শেখ, সম্পাদক সিরাজ উদ্দিন শেখ প্রমুখ।
অনুষ্ঠানে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৪জন প্রতিবন্দীকে হুইল চেয়ার, বিশেষ অবদানের জন্য ৫জন ব্যক্তিকে শ্রেষ্ঠ প্রবীন ও ৫জনকে শ্রেষ্ঠ সন্তান হিসাবে সম্মাননা প্রদান করা হয়।
© Deshchitro 2024