বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে আমজাদ হোসেন শেখ (৬১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আমজাদ হোসেন শেখ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার খটেসম্বর গ্রামের মৃত জবু শেখের ছেলে।  বৃহস্পতিবার (২২জুন) সকালে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। 


সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, বুধবার রাতে থানাধীন এলাকায় বীরকুটশা স্টেশনে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে নিহত হয় এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরিচয় সনাক্তের জন্য পিবিআই টিমকে জানানো হয়। পরে তার পরিচয় সনাক্তের পর নিহতের পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024