ঢাকার দোহার উপজেলার জয়পাড়া দাসপাড়া একতা সংঘ সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে মো. সিদ্দিক (২০) নামে এক যুবক। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিক নামের ঐ-যুবক একটি লোহার রড হাতে নিয়ে মন্দিরে প্রবেশের গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় সে উচ্চস্বরে ধর্মীয় উস্কানিমূলক কথা বলতে বলতে লোহার রড দিয়ে আঘাত করে দুর্গা প্রতিমাসহ ছয়টি প্রতিমা ভাংচুর করে বের হয়ে আসে। এসময় স্থানীয়রা সেই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত সিদ্দিক উপজেলার বটিয়া, নুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। 


এ-ঘটনার পর থানায় লিখিত অভিযোগ করেন দাসপাড়া একতা সংঘ সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি নিতাই কর্মকার ও সাধারণ সম্পাদক নিরু দাস। প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা প্রকাশ করে, এর কারন খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহবান জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু ও সাধারণ সম্পাদক রিপন রাজবংশী। 


দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিমা ভাঙচুরের পেছনে কোন ইন্ধন রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024