|
Date: 2023-06-22 15:47:44 |
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার "খ" সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ, জনাব এবিএম মেহেদী মাসুদের নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আকরাম হোসেন সংগীয় এএসআই/মোঃ পিকুল হোসেন সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্প, অভয়নগর থানা, যশোর এবং এএসআই(নিঃ) মোঃ সোহাগ সরদার, বিপ্লব শেখ সোনাতলা অস্থায়ী পুলিশ ক্যাম্প, অভয়নগর থানা, যশোরদের যৌথ অভিযান পরিচালনা করিয়া অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা হইতে সোনাতলা গামী পাঁকা রাস্তা সোনাতলা পুলিশ ক্যাম্পের পাশে জনৈক মনিরুল (৩৪) পিতা- মৃত মকবুল মল্লিক এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি পালসার মটর সাইকেল, মূল্য অনুমান ১,৫০,০০০/- টাকা উদ্ধার পূর্বক আসামী ০১। মোঃ রিপন মল্লিক (৪৩) পিতা- মোঃ ইকরাম মল্লিক, মাতা- জাহানারা বেগম, সাং- জামরিলডাঙ্গা, থানা- কালিয়া, জেলা- নড়াইলকে গ্রেফতার করেন এবং থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী ওয়ারেন্ট আসামী ০১। শওকত আলী (২৭) পিতা- ইউসুফ শেখ, সাং- পচা মাগুরা, ০২। মোস্ত মোল্যা ওরফে মোস্তফা, পিতা- মৃত রজব মোল্যা, সাং- ধোপাদী (দপ্তরী পাড়া) ০৩। জামাল খাঁ (৩৫) পিতা- রুহুল খাঁ, সাং- গোপিনাথপুর,০৪। আক্তারুজ্জামান ডালিম (৩৭) পিতা- মৃত নিজাম উদ্দিন মোড়ল, সাং- গুয়াখোলা মডেল স্কুলের পাশে, ০৫। মোঃ রাজু মোল্যা, পিতা- এম রবিউল মোল্যা, সাং- রহিশপুর সর্ব থানা-অভয়নগর, জেলা-যশোর সর্ব মোট ০৬ জন আসামীদেরকে বিচারের নিমিত্তে ইং- ২২/০৫/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024