|
Date: 2023-06-22 17:15:24 |
বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামে পূর্বশক্রতার জেরে ঔষধ ব্যবসায়ীর বাড়িতে হামলা হত্যার উদ্দেশ্যে স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত শ্লীলতাহানি ও লুটের অভিযোগে প্রতিপক্ষ স্বামী স্ত্রীসহ ৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৯ জুন আদমদীঘি থানায় কুসুম্বী গ্রামের হামলার শিকার ঔষধ ব্যবসায়ী শামিনুর রহমান বাদি হয়ে একই গ্রামের জুয়েল মন্ডল (৫০) তার স্ত্রী নাজমা বেগম (৪২), রয়েল মন্ডল (৪৫) তার স্ত্রী চাম্পা (৩৮)সহ ৬জনকে আসামী করে এই মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির কুসুম্বী গ্রামের শামিনুর রহমানের সাথে প্রতিপক্ষ জুয়েল মন্ডলের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরজের ধরে গত ১৮ জুন বেলা ১টায় প্রতিপক্ষ জুয়েল মন্ডল তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে বাদি শাহিনুর রহমানের বাড়িতে প্রবেশ করে গালিগালাজের এক পর্যায়ে হামলা চালিয়ে ঔষধ ব্যবসায়ী শাহিনুর রহমানকে এলোপাথারী মারপিটে জখম করে। এসময় তার স্ত্রী এগিয়ে এলে হামলাকারিরা তাকেও টানা হেচড়া করে মারপিটে আহত করে তার গলায় সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
মামলার তদন্তকারি উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।
© Deshchitro 2024