|
Date: 2023-06-23 01:24:17 |
গত বুধবার (২১ জুন )সকালে তথ্যমন্ত্রীর ছোট ভাই জাতীয় মৎস্য পুরস্কারপ্রাপ্ত খামারি সমাজসেবক এরশাদ মাহমুদ ও তার পরিবারসহ পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন। রাঙ্গুনিয়াবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
তিনি বলেন এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্র নৈকট্য লাভের আশায় আল্লাহ্র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি, যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব।
© Deshchitro 2024