|
Date: 2023-06-23 07:11:45 |
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গ্রামীণ ব্যাংক পাটগ্রাম শাখা সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণের উদ্বোধন করেছে। বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ২ টায় শাখা ভবনের চত্বর হতে এসব চারা দেওয়া হয়।
পাটগ্রাম উপজেলায় পর্যায়ক্রমে ১ লাখ বিভিন্ন ফলজ, বনজ গাছের চারা বিতরণ করার উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক হাতীবান্ধা এরিয়া ম্যানেজার জাকির হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রামীণ ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক মহসিন মিয়া প্রমুখ। একই দিন উপজেলার প্রাথমিক, নিন্মমাধ্যমিক ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সংস্কৃতি বিষয়ে মেধাবী ১০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়।
© Deshchitro 2024