|
Date: 2023-06-23 12:11:47 |
এই শহরের উদ্ভট পোশাকে লেগে থাকা
কতশত দৃষ্টি তরঙ্গ আমাকে ডেকে যায় রোজ,
তবুও আমি শত তরঙ্গের মাঝে
সব ভুলে নিজেকে ভাসিয়ে চলি রোজ।
তোমার প্রেমের মোহনায় পাশ কেটে
যেখানে একটা গোলাপ গাছের সাথে
বাগান বিলাসের তর্ক হয় রোজ।
তুমি কি রেখেছো সেসবের খোঁজ?
একটু খোঁজ রেখো আকাশনীলা,
নয়তো আমিও হতে পারি নিখোঁজ।
তোমাকে বেসেছিলাম ভালো
করিনি'কো এর চেয়ে বড় আত্মসমর্পণ আরো।
© Deshchitro 2024